উখিয়ায় বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহতদের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত দুজনই মিয়ানমারের নাগরিক বলে জানায় বিজিবি। এসময় উদ্ধার করা হয়েছে ২০ হাজার ইয়াবা ও একনলা ১টি বন্দুকসহ দুই রাউন্ড কার্তুজ।

সোমবার (৬ জানুয়ারি) সকালে কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ইয়াবা ব্যবসায়ীরা হলেন- মিয়ানমারের উনচিপ্রাং এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে উখিয়া রোহিঙ্গা শিবিরের ২২নং ব্লকে আশ্রয় নেয়া মৃত সুলতান আহমদের পুত্র মোহাম্মদ ইসমাইল (২৮) ও মো. আবু সৈয়দের পুত্র মো. হেলাল উদ্দিন (২০)।

৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কতিপয় ইয়াবা ব্যবসায়ী উখিয়ার পালংখালী পূর্ব ফাঁড়িরবিল এলাকা দিয়ে মিয়ানমার থেকে
বাংলাদেশে মাদক প্রবেশ করার খবরে বিজিবির টহলদল অভিযান চালায়। এসময় বিজিবি সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে মাদক ব্যবসায়ীরা।

পরে আত্মরক্ষার্তে বিজিবি সদস্যরাও গুলি চালায়। এক পর্যায়ে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাদের হাসপাতালে নেয় হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!