বিস্ফোরণে দগ্ধ মানুষকে বাঁচিয়ে নিজে লুটিয়ে পড়লেন মাটিতে

পাথরঘাটার গ্যাসলাইনে বিস্ফোরণ

মানুষের জীবনে ঘটনা-দুর্ঘটনা বলে কয়ে আসে না। তবুও অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাক-ধূসর শূন্যতার দিকেই চেয়ে থাকতে হয় মানুষকে। চোখের সামনে তরতাজা প্রাণ নিভে যেতে দেখে থেমে থাকতে পারেননি আবু তালেব (৪৫) নামের এক ব্যক্তি। উদ্ধারকারী দলের কর্মী না হয়েও ছুটে গেলেন উদ্ধার করতে। প্রাণপণে চেষ্টা করেছেন আহতদের উদ্ধার করতে।

উদ্ধারে সফল হয়ে ঘরে ফিরতেই লুটিয়ে পড়েন মেঝেতে। অবস্থা বেগতিক দেখে স্ত্রী আয়েশা দিশেহারা হয়ে পড়ে। তড়িঘড়ি করে নিয়ে আসেন চমেক হাসপাতালে। ডাক্তার দেখে জানান যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি করাতে।

রোববার (১৭ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ব্রিক ফিল্ড রোডের গ্যাস লাইন বিস্ফোরণে আহতদের উদ্ধার করতে গিয়ে এখন নিজেই জীবন সংশয়ে আছেন আবু তালেব।

পাথরঘাটার বিস্ফোরণে আহতদের বাঁচাতে এগিয়ে গিয়ে এখন জীবন সংশয়ে আবু তালেব।
পাথরঘাটার বিস্ফোরণে আহতদের বাঁচাতে এগিয়ে গিয়ে এখন জীবন সংশয়ে আবু তালেব।

জানা যায়, আবু তালেব পাথরঘাটার ব্রিকফিল্ড রোড়ের আব্দুল জব্বারের ছেলে। তিনি স্থানীয় বারমাস নামের একটি কসমেটিক দোকানের কর্মচারী।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবু তালেবের স্ত্রী আয়েশা বেগম বলেন,’ আমাদের ঘর থেকে ৩০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনে সে (আবু তালেব) ঘর থেকে বের হন। আমরা সবাই খুব ভয় পেয়ে যাই। সে (আবু তালেব) আমাদের প্রতিবেশীসহ কয়েকজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তুলে দেন। এরপরে ঘরে এলেই অসুস্থ হয়ে পড়ে। শরীর দিয়ে অনবরত ঘাম ঝরতে থাকলে আমরা অস্থির হয়ে মেডিকেল নিয়ে যাই।’

এদিকে উদ্ধারকারী আবু তালেব বর্তমানে চমেক হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ ওয়ার্ডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতালে উপসহকারী পরিচালক ডা. হুমায়ুন কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গ্যাসলাইন বিস্ফোরণে আহতদের উদ্ধার করার পর আবু তালেব নামে এক ব্যক্তি নিজেও অসুস্থ হয়ে পড়েন। তিনি চমেক হাসপাতালে ভর্তি আছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’

হৃদরোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক প্রবীর কুমার দাশ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আসলে সচরাচর এ রকম ঘটনা দেখে অনেকে ঠিক থাকতে পারে না। অনেক সময় হার্ট অ্যাটাক হয়। আবু তালেব এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকায় ভেতরেই দুর্বল হয়ে পড়ে। বর্তমানে রোগী ঝুঁকির মধ্যে আছেন।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!