আসবাবপত্র কারখানার আগুনে দগ্ধ এক শিশুর মৃত্যু

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রামের চান্দগাঁও থানা বরিশাল কলোনীর আসবাবপত্র কারখানায় অগ্নিকান্ডে আহত শিশু তাহেরা বেগম (৫) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। শিশুটির মা রাশেদা বেগমও অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

fire burn_52104

 

 

শরীরে প্রায় ৬০ শতাংশ পুরে যাওয়া শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মারা গেছে। এ খবর নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মৃণাল কান্তি দাশ।

 

গত শুক্রবার রাতে চান্দগাঁও থানাধীন বরিশাল কলোনির কাশেম মার্কেট এলাকার ছয়তলা ভবনের নিচতলায় একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগলে দগ্ধ হয় শিশু তাহেরা বেগমসহ ভবনের সাত বাসিন্দা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

 

আহতরা হলেন- বজলু মিয়া (৪০), রাশেদা বেগম (৩৫), মাজিদ (১৮), রায়হান (১০) তাহেরা বেগম (৫), মেহেদী (২৫) ও সালেমা বেগম (২০)। এদের মধ্যে পাঁচজনের বাড়ি হবিগঞ্জ জেলায় এবং বাকি দুজনের বাড়ি বরগুনা জেলায়। শনিবার বিকেলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু হয় শিশু তাহেরা বেগমের।

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!