আইজিপি পুরস্কার পেলো মানিকছড়ি থানা, সেরা ওসি আনচারুল

খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশকে ভালো কাজেরস্বীকৃতি স্বরূপ আইজিপির পক্ষ থেকে তিনটি পুরস্কার দেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এ পুরস্কার প্রদান করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর।

জানা যায়, চোলাই মদ, মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধারসহ চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করায় তিন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়।

এদিকে খাগড়াছড়ি জেলার সেরা ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) পুরস্কার পেয়েছেন মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম। এছাড়া একই জেলার সেরা এসআইয়ের পুরস্কার পেয়েছেন এসআই সুমন।

এ বিষয়ে মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম বলেন, ‘যোগদানের পর থেকে মাদক, চুরি ও চোরাচালান বন্ধে নিয়মিত কাজ করেছি। স্থানীয়দের সহযোগিতায় এসব কাজে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা কামনা করছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!