অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, ৩ রেস্টুরেন্টকে লক্ষাধিক টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে কক্সবাজার সদরের নিরিবিলি অর্কিড, সল্ট রেস্টুরেন্ট ও ম্যাকডেরিন রেস্তোরাঁকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে সদরের হোটেল-মোটেল জোন এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন সীমা।

তিনি বলেন, লাইসেন্স নবায়ন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখাসহ বিভিন্ন অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!