অবৈধ বালু ব্যবসা ঠেকাতে উত্তপ্ত সাতকানিয়া, প্রতিবাদে মানুষ রাস্তায়

চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকার সর্বস্তরের লোকজন।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলার মীর্জারখীল বাংলাবাজারে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পুরো ইউনিয়নকে হুমকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে। নির্বিচারে বালু উত্তোলনেরকারণে শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাটসহ বহু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি হয়েছে। জনস্বার্থে এই ক্ষতির বিরুদ্ধে প্রতিবাদ করায় এলাকার সন্তান সেলিম চৌধুরীকে উল্টো চাঁদাবাজির মামলায় ফাঁসিয়ে দিয়েছে অবৈধ বালু উত্তোলনকারী বশির আহমদ।

এ বিষয়ে সেলিম চৌধুরী বলেন, আমি এলাকার স্বার্থে কথা বলার কারণে সন্ত্রাসী বশির উল্টো আমাকে চাঁদাবাজি মামলায় জড়িয়ে দিয়েছে। তাই এলাকাবাসীকে সাথে নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা বশিরের অবৈধ কর্মকাণ্ডের বিচার চাই।
অবৈধ বালু ব্যবসা ঠেকাতে উত্তপ্ত সাতকানিয়া, প্রতিবাদে মানুষ রাস্তায় 1
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা লিয়াকত, সোনাকানিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হালিম, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, মনির শপিং সেন্টারের মালিক মনির আহমদ, সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবছার উদদীন কোম্পানি।

এ সময় মীর্জাখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অছিয়র রহমান, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মজিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আহমদ কবির ভেট্টা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মিনহাজ উদদীন বাপ্পি উপস্থিত ছিলেন।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!