৩ হাজার ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী ধরা

0

তিন হাজার ইয়াবা, নগদ টাকা, মোবাইলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুন) দিবাগত গভীর রাতে কোতোয়ালী থানার গভ. মুসলিম হাই স্কুলের সামনে রাস্তা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গভ. মুসলিম হাইস্কুল কোতোয়ালী থানা থেকে ১০০ গজ দুরত্বে অবস্থিত।

গ্রেপ্তার আসামিরা হলো- মো. আজিজ (২৩), গোলবাহার আক্তার (৩৮), সাইফুল ইসলাম (২৪), নিজাম খান শুভ (২৮), মো. রবিউল হোসেন (২২)।

s alam president – mobile

কোতোয়ালী থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গভ. মুসলিম হাইস্কুলের সামনে অভিযান পরিচালনা করে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে ইয়াবা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। বুধবার (১৬ জুন) দুপুরে তাদের আদালতে চালান দেয়া হয়েছে।

আইএমই/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!