‘২০ বছরে একজন নৌ-ক্যাডেটের আয় ১০ কোটি টাকা’

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ মেরিন একাডেমি প্রতিষ্ঠার পর গত ৫৭ বছরে চার হাজার ৭০০ জন নটিক্যাল ও মেরিন ইন্জিনিয়ারিং ক্যাডেট প্রশিক্ষিত হয়েছে। ২০ বছরের পেশাগত জীবনে একজন ক্যাডেট গড়ে ১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা উপার্জন করেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ব্রিটিশ টেকনিক্যাল এইডের আওতায় মেরিন একাডেমি তিনটি প্রশিক্ষণ বোট লাভ করে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ মেরিন একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

একাডেমির কমান্ড্যান্ট নৌ-প্রকৌশলী ড. সাজিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রতিমন্ত্রী একাডেমির লাইব্রেরি পরিদর্শন ও সি ফেয়ারার মেমেরিয়ালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!