সাবেক জাতীয় কারাতে কোচ চট্টগ্রামের কিমনজির মৃত্যু

বাংলাদেশের প্রথিতযশা কারাতে কর্মকর্তা, সাবেক জাতীয় কারাতে কোচ, বাংলাদেশে কারাতের প্রতিষ্ঠাতা হাসান আহমদ কিমনজি বুধবার (১৪ আগস্ট) দুপুর ৩ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

কিমুনজি ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিশেষত চট্টগ্রামে প্রথম কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানেও তিনি কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ প্রথিতযশা কারাতে প্রশিক্ষকবৃন্দ মূলত তাঁর হাতেই দীক্ষা নিয়েছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের কারাতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো মর্মে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৈ শ্য হ্লা, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, শাহজাদা আলমসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।

তাছাড়া তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং সিজেকেএস সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বৃন্দ।

বুধবার রাতেই হামজারবাগ শাহী জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!