ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা

নগরীর কাতালগঞ্জ এলাকায় পাহাড় কেটে এম এন মেরী গোল্ড নামক ১৮ তলা আবাসিক ভবন নির্মাণ করছিল প্রপার্টিজ লিমিটেড। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণ এবং পাহাড় কাটার অপরাধে ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

৪ সেপ্টেম্বর (বুধবার) শুনানিতে এ আদেশ দেয়া হয়। ওই আদেশে জরিমানা পরিশোধের নির্দেশ দেয়া হয়।

এর আগে মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) কাতালগঞ্জের ডক্টরস হাসপাতাল সংলগ্ন এলাকায় অভিযানে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের প্রকল্প পরিদর্শনে ভবন নির্মাণ এবং পাহাড় কাটার প্রমাণ পায় পরিবেশ অধিদপ্ততরের টিম। এর ভিত্তিতে শুনানি করা হলে সেখানে জরিমানা প্রদানের নির্দেশ দেয়া হয় ফিনলে প্রপার্টিজ লিমিটেডকে।

সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘তাদের বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালাই। আমাদের ছাড়পত্র ছাড়া ভবন নির্মাণ এবং পাহাড় কাটার অপরাধে ফিনলে প্রপার্টিজকে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে ফিনলে প্রপার্টিজ লিমিটেডের মহা-ব্যবস্থাপক আবদুল্লাহ নাসেরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

এসআর/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!