জন্মদিনের রেশ কাটতে না কাটতেই প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহসান হাবিব (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রোয়াংচড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসান চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার মো. হাসান কোম্পানির ছেলে এবং রাঙ্গুনিয়ার বাইক লাভার্স সংগঠনের এডমিন।

জন্মদিনের রেশ কাটতে না কাটতেই পরের দিনটা মৃত্যুদিনে পরিণত হল আহসানের। বৃহস্পতিবার ছিল আহসান হাবিবের জন্মদিন। কিন্তু নিয়তি জন্মদিনে উপহার হিসেবে তার জন্য মৃত্যু নিয়ে এলো। সিএনজিচালিত অটোরিক্সা কেড়ে নিলো তার প্রাণ।

বাইক লাভার্স সংগঠনের সদস্য মো. নিয়াজ দুঃখভরা কন্ঠে দৈনিক বলেন, ‘আহসান ভাই আমার বড় ভাইয়ের মতো। তার মতো বাইক রাইডার হয় না। সংগঠনের সদস্য হলেও তিনি নিজের ভাইয়ের চেয়ে অনেক বড় কিছু।’

তিনি আরো বলেন, ‘আহসান ভাই কাপ্তাই থেকে চট্টগ্রাম আসার পথে রোয়াংছড়ি নামক নামক এলাকায় বাইক চালিয়ে আসার পথে দুর্ঘটনার শিকার হন। আসলে ওনার বাইকের সামনে একজন লোক চলে আসলে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ ব্রেক করলে বাইক থেকে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিক্সা তার মাথায় চাপা দিয়ে চলে যায়। এতে তার মাথাসহ সমস্ত শরীরে গুরুতর যখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) সকাল ১০টায় চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা রবিউল হোসেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘পৌনে ৪টায় আহসান হাবিবকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ সময় তার মাথায় মারাত্মক যখম ছিল এবং শরীর নিস্তেজ ছিল। তার কোনো সাড়া শব্দ না পেয়ে ইসিজি করে দেখা যায় তিনি মারা গেছেন।’

সাকী/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!