করোনার আরেক ঢেউ, উচ্চ ঝুঁকিতে চট্টগ্রামসহ ১২ জেলা

চট্টগ্রামসহ দেশের ১২টি জেলা করোনার উচ্চ ঝুঁকিতে একং ৩২টি জেলা মধ্যম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ড্যাশবোর্ড সূত্রে এই তথ্য জানা গেছে।

এর আগে গত বছরের নভেম্বর মাস পর্যন্ত দেশে করোনা সংক্রমণের হার কম থাকলেও ৯ ডিসেম্বর করোনার অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর থেকেই দেশে করোনা সংক্রমণ আবারো বাড়তে থাকে।

স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক ড্যাশবোর্ডে পাঁচটি রঙে দেশের ৬৪ জেলাকে নিয়ে আসা হয়েছে। সেগুলোকে অধিকতর গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০% – ৩৯%), গাঢ় লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০% – ২৯%), লাল (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০% – ১৯%), কমলা (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫% – <১০%) ও সবুজ (পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার < ৫%) রঙে চিহ্নিত করা হয়েছে।

তাতে দেখা যায় উচ্চঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, বগুড়া, দিনাজপুর, রাঙামাটি, লালমনিরহাট, খাগড়াছড়ি ও পঞ্চগড়।

মধ্যম ঝুঁকিতে থাকা জেলাগুলো হলো- সিলেট, ফেনী, নারায়ণগঞ্জ, নোয়াখালী, কক্সবাজার, মৌলভীবাজার, ফরিদপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর, জামালপুর, নওগাঁ, ঝিনাইদাহ, নাটোর, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইল, পটুয়াখালী, কুড়িগ্রাম, জয়পুরহাট, শেরপুর, ঝালকাঠি ও ঠাকুরগাঁও।

দেশে করোনার সবশেষ অবস্থা
দেশে মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪০৭ জন। যা গত বছরের ১৩ আগস্টের পর থেকে সর্বোচ্চ শনাক্ত। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৯৮ শতাংশে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm