কক্সবাজারে কলেজছাত্রের রগ কাটার ঘটনায় ছিনতাইকারী আটক

কক্সবাজার শহরের সার্কিট হাউজ সড়কে কলেজছাত্রের রগ কেটে দেওয়ার ঘটনায় মো. সেলিম প্রকাশ পুতু নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্ত্বর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

এ সময় তার কাছে পাওয়া যায় একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ।

আটক সেলিম কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া গ্রামের সৈয়দুল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান কবির। তিনি বলেন, ‘গত ৪ জানুয়ারি সার্কিট হাউজের সামনে কলেজছাত্র ইমরুলের হাত-পায়ের রগ কেটে দিয়ে সবর্স্ব ছিনিয়ে নেয় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। উক্ত ঘটনায় ইমরুলের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলার আসামি পুতু।’

উল্লেখ্য, ৮ জানুয়ারি ভোরে কবিতা চত্ত্বর এলাকায় আরেক ছিনতাইকারী মুন্নার লাশ উদ্ধার করেছিল পুলিশ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm