চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব বর্ষের ক্ষণগণনার উদ্বোধন শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃনাল কান্তি ধর, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব প্রমুখ।
উপস্থিত ছিলেন, চেয়ারম্যান মো. সোলাইমান, শাহাদত হোসেন চৌধুরী, মো. ইয়াছিন হিরু, মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, এম.এ কাইয়ূম শাহ্, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, নোয়াব আলী, ভিপি জাফর উদ্দিন চৌধুরী, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. ছৈয়দ, আনোয়ার হোসেন কন্ট্রাকটার, দোলন মজুমদার, নজরুল ইসলাম বাবুল, ছগির আহমদ আজাদ, হাফেজ আবুল হাসান কাশেম, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, রফিক আহমদ কোম্পানি, মুক্তিযুদ্ধা ফজল আহমদ, হেলাল উদ্দিন, আফতাব উদ্দিন আহমদ সোহেল, আনোয়ারা উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী।
অনুষ্ঠান শুরু আগে বিকাল ৩ টায় উপজেলার চাতরী চৌমুহনী আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার কাউন্ট ডাউন্ট বক্লযন্ত্র স্থাপন করা হয়। এ সময় যন্ত্রটি দেখতে সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। বিকাল ৫টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে ক্ষণগণনার অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এএইচ