১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে চলবে চবির শাটল ট্রেন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন আগামী ১৬ অক্টোবর থেকে সীমিত পরিসরে চলবে।

শনিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, রেল মন্ত্রণালয়ের সাথে আমাদের কথা হয়েছে। আগামী ১৬ তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন সীমিত চলাচল করবে। সকালের শিডিউলে দুটি ট্রেন আসবে তা আবার পূর্বের শিডিউলে দুপুরে ক্যাম্পাস ছেড়ে যাবে।

করোনার বন্ধের আগে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চট্টগ্রাম বটতলী স্টেশন থেকে সকাল সাড়ে ৭টা, ৮টা, সাড়ে আটটা (ডেমু), ষোলশহর স্টেশন থেকে সকাল ৯টা ৪৫ মিনিট, সাড়ে ১০টা ও রাত সাড়ে আটটায় ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যেতো।

ক্যাম্পাস থেকে শহরের উদ্দেশে সকাল ৮টা ৪৫ মিনিট, ৯টা ২০ মিনিট, সাড়ে ১০ টা (ডেমু), দুপুর দেড়টা, আড়াইটা, সাড়ে ৩টা, বিকাল চারটা, সাড়ে ৫টা ও রাত সাড়ে নয়টায় ট্রেন ছেড়ে যেতো।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!