হাসপাতাল করোনা রোগী না নিলে জানাতে হবে ৪ ফোন নম্বরে

করোনাভাইরাসে আক্রান্ত কোনো মুমূর্ষু রোগীকে সরকারি বা বেসরকারি হাসপাতাল ভর্তি না করলে সেটা স্বাস্থ্য অধিদপ্তরকে ফোনে জানানোর জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হল। সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকেও এ ব্যাপারে সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি বা বেসরকারি হাসপাতালে কোনো মুমূর্ষু কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয় এবং কোনো কারণে যদি তাকে উক্ত হাসপাতালে ভর্তি করানো সম্ভব না হয়, সে ক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসা বিষয়ে করণীয় সমন্বয় করা হবে।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নিয়ন্ত্রণ কক্ষের নম্বরগুলো হল— ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!