সোনামিয়ার কাণ্ড, শাশুড়িকে মেরে নিজেও খুন হলো শ্যালকের হাতে

টেকনাফ

কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে পাল্টাপাল্টি ছুরিকাঘাতে জামাই-শাশুড়ি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) রাকিবুল ইসলাম।

নিহতরা হলেন, শাশুড়ি তাহামিনা আক্তার (৪৮) ও তার মেয়ের জামাই সোনামিয়া (৩২)।

স্থানীয়রা জানায়, কয়েকবছর আগে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার ছৈয়দ হোসেনের ছেলে সোনামিয়ার সঙ্গে নবী হোসেন উরফে নুর হোসেনের মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সোনামিয়া মাদকাসক্ত হয়ে পড়লে স্ত্রী তাকে তালাক দেয় এবং সে পিতার বাড়িতে অবস্থান করতে থাকে। বৃহস্পতিবার দুপুরে সোনামিয়া মাতাল অবস্থায় গিয়ে শাশুর বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়া করে। ঝগড়ার একপর্যায়ে শ্যালক জাকির ও শাশুড়ি তাহামিনা সোনামিয়াকে মারধর করে।
এতে সোনামিয়া ক্ষিপ্ত হয়ে শাশুড়ি তাহমিনাকে ছুরিকাঘাত করে। এ সময় শ্যালক জাকির সোনামিয়াকে পাল্টা ছুরিকাঘাত করে।

পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে দু’জনের মৃত্যু হয়।

পুলিশের টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে। অনুসন্ধান শেষে এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওসি রাকিবুল ইসলাম।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!