সেই কিশোরসহ চট্টগ্রামে ১৪ নমুনা পরীক্ষার সবই ‘নেগেটিভ’

চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ১৪ জনের নমুনা পরীক্ষা হল বৃহস্পতিবার (২ এপ্রিল)। এর সবগুলো ফলাফলই নেগেটিভ বলে জানিয়েছেন ডা. এমএম হাসান। এর মধ্যে কক্সবাজারের এক কিশোর ও তার পিতাও রয়েছেন।

ডা. এমএম হাসান জানিয়েছেন, সবগুলো পরীক্ষার ফলাফল ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া বিকেল ৩টা পর্যন্ত নতুন করে আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষার জন্য।

অন্যদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুজন রোগী আইসোলেশনে আছেন। তাদের মধ্যে একজন ২০ বছর বয়সী কিশোর ও একজন ৬৭ বছর বয়স্ক বলে জানিয়েছেন। সদি-কাশি নিয়ে ভর্তি হওয়া এই দুজনই চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানিয়েছে জেনারেল হাসপাতালের পরিচালক অসীম কুমার নাথ। এই দুজনের নমুনাও পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এছাড়া বর্তমানে ৮৭১ জন বিদেশফেরত ব্যক্তি কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী। কোয়ারেন্টাইন পূর্ণ করেছেন ১০২ জন।

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!