সীতাকুণ্ডে ১৫ হাজার লিটার চোরাই বিটুমিন উদ্ধার করলো র‍্যাব, আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে সাড়ে ১৫ হাজার লিটার চোরাই বিটুমিনসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৩ জানুয়ারি) মধ্যরাতে সীতাকুণ্ড থানার বাংলাবাজার এলাকার একটি তেলের ডিপুতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, সদরঘাট থানার পশ্চিম মাদাড়বাড়ির মো. ইউসুফের ছেলে মো. ইরফান (২৩), সীতাকুণ্ড থানার বাংলাবাজার বাইপাস এলাকার মৃত মনছুর আহম্মদের ছেলে মো. ইসরাফিল হাসান (২৩) ও আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার মৃত আব্দুল সোবাহানের ছেলে মো. শাহআলম (৬২)।

মঙ্গলবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

অভিযানের বিষয়ে র‍্যাব জানায়, বিটুমিন চোরাকারবারীর একটি সিন্ডিকেট সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থার গাড়ি থেকে অবৈধভাবে চোরাইকৃত তেল কম দামে কিনে করে বেশি দামে বিক্রয় করে আসছে- এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

তারই ধারাবাহিকতায় সোমবার সীতাকুণ্ড থানার বাংলাবাজার এলাকার সুকতার মোড়ে একটি বিটুমিনের ডিপুর সন্ধান পায়। সেই ডিপুতে অভিযান চালিয়ে বিপুল পরিমান চোরাই বিটুমিন ও তা সংরক্ষণের বিশাল একটা পাত্র জব্দ করে র‍্যাব।

এ সময় ওই ডিপু থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!