চট্টগ্রাম থেকে আবার বিমান উড়ে যাবে সিলেটে, শনিবার শুরু

চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট।

৮ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে দুদিন করে চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে সিলেট যাবে বিমান।

সূত্র বলছে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি শনিবার ও বুধবার বিজি-৫১১ ফ্লাইটটি সকাল সোয়া ১১টায় উড্ডয়ন করে দুপুর ১২টা ৩৫ মিনিটে সিলেটে পৌঁছাবে। একইভাবে শনি ও বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি-৫১২ ফ্লাইটটি দুপুর ১টায় উড্ডয়ন করে ২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের সর্বনিম্ন ভাড়া পড়বে চার হাজার ২০০ টাকা।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর শুরুতে ২০২১ সালের ১৭ মার্চ সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট শুরু হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে তা বন্ধ হয়ে যায়। এর আগেও একই রুটে ফ্লাইট চালু ছিল।

সোমবার (৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা বিমানের যেকোনো সেলস অফিস, বলাকার প্রধান কার্যালয়ের সেলস সেন্টার (মোবাইল নম্বর ০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন+৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬), বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করে টিকিট কিনতে পারবেন। এছাড়া অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট কেনা যাবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!