সীতাকুণ্ডে দুই অস্ত্র বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ড ফিলিং স্টেশনের সামনে অস্ত্রসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাইওয়ে কালভার্টের নিচ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড নয়াপাড়া এলাকার জালালের পুত্র মো. কবির (৩১), অপরজন হলেন হাটহাজারী উপজেলার বাসিন্দা খায়রুল বাশার পুত্র মো. সালাউদ্দিন চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে র্যা ব-৭ এর এএসপি (মিডিয়া) মো. মাশকুর রহমান বলেন, ‘সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে উপজেলা হাইওয়ে কালভার্টের নিচ থেকে করিব ও সালাউদ্দিন চৌধুরী নামে দুই অস্ত্র বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদরে কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ২৮ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।
এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হওয়ার প্রস্তুতি চলছে।

মুআ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!