সাবেক মন্ত্রী এমএ মান্নানের ১৪তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এমএ মান্নানের ১৪ তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)।

এই উপলক্ষে বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। সকালে দামপাড়ার কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করার মধ্যদিয়ে কর্মসূচি শুরু হবে।

এমএ মান্নান স্মরণে আলোচনা সভা এবং নগরীর বিভিন্ন ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এমএ মান্নান গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সেসময় তিনি বিএলএফ পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে কোতোয়ালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

পরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে এমএ মান্নান গণমানুষের অধিকার আদায়ে ব্যাপক অবদান রাখেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!