সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু পেকুয়ায়

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের হরিনাফাঁড়ি এলাকায় সাপের কামড়ে এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাছির উদ্দিন (৫৫)। তিনি পেকুয়া আন্নর আলী মাতবরপাড়া এলাকার মৃত আলী আহমদের ছেলে। নাছির উদ্দিন পেকুয়া বাজারে ক্রোকারিজের ব্যবসা করতেন।

স্থানীয় লোকজন জানান, ব্যবসায়ী নাছির উদ্দিন কয়েক বছর আগে হরিনাফাঁড়ি এলাকায় বসতি গড়েন। টানা বৃষ্টিতে বন্যায় তার বসতি ডুবে গেছে। মঙ্গলবার সকালে বসতঘর থেকে বের হয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাছির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

সাপের কামড়ে ব্যবসায়ী নাছির উদ্দিনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তিন বলেন, ‘নাছির উদ্দিনের লাশ দাফনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পেকুয়া সদরের সব কবরস্থানে পানি উঠে যাওয়ায় তার লাশ কোনো এক পাহাড়ে দাফনের চেষ্টা চলছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!