সাতকানিয়ায় বন্ধুর কাঠের আঘাতে আহত যুুবলীগ কর্মীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় এক সপ্তাহ আগে যুবলীগ কর্মীর কাঠের আঘাতে আহত হওয়া এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ জুুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিয়াবুল হক (২৮) নামের ওই যুবলীগ কর্মীর মৃত্যু হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিয়াবুলকে কাঠ দিয়ে আঘাত করেছিলেন তারই ঘনিষ্ঠ বন্ধু ও যুবলীগকর্মী মো. জসিম।

নিহত জিয়াবুল হক সাতকানিয়া উপজেলার করাইয়া নগরের আবদুস সবুরের পুত্র। এ ঘটনায় মো. জসিম ও তার পিতা নুরুল হককে আসামি করে সাতকানিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই আক্কাস আলী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সাতকানিয়ার করাইয়া নগরের দুই নম্বর রোড এলাকায় গত ২১জুুন বিকাল চারটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জিয়াবুল হক ও মো. জসিমের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে জসিম জিয়াবুলকে গাছের কাঠ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় জিয়াবুলকে প্রথমে লোহাগাড়া মামনি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরের দিন তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৭টা ২৫মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক জিয়াবুলকে মৃত ঘোষণা করেন।’

আক্কাস আলী জানান, জিয়াবুল হক ও মো. জসিম দুইজন খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল। সবসময় একসঙ্গে তারা চলাফেরা করতো। কাঠের এক আঘাতে গুরুতর আহত হয়েছিল জিয়াবুল হক। কপাল, মাথা ও ব্রেনে খুব আঘাত পেয়েছিল জিয়াবুল। তদন্তে মো. জসিম দোষী প্রমাণিত হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!