সাংবাদিক মুনির চৌধুরীর পিতার স্মরণ সভা অনুষ্ঠিত

সাংবাদিক মুনির চৌধুরীর পিতার স্মরণ সভা অনুষ্ঠিত 1নিজস্ব প্রতিবেদক : ৫ নভেম্বর বাদে মাগরিব বরেণ্য শিশু সংগঠক ও প্রথিতযশা সাংবাদিক মুনীর চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিত্ব আলহাজ্ব আবু তাহের চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে জাতীয় শিশু সংগঠন লাভ দ্যা পুওর চিলড্রেন ও তাহের ছানোয়ারা মেমোরিয়্যাল ট্রাস্টের যৌথ উদ্যোগে ব্যারিস্টার বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান। সংগঠক নোমান উল্লাহ বাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য মোঃ ইউনুস, নুসরাত ডেভেলপম্যান্ট কোম্পানীর এমডি নাজিম উদ্দিন, বাংলা টিভির ব্যুরো প্রধান চৌধুরী লোকমান, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল আলম, আল-মকাম হজ্ব কাফেলার পরিচালক আলহাজ্ব মুহাম্মদ ইয়াছিন, মুক্তিযোদ্ধা এস.এম. শফি, মাওলানা নিজাম উদ্দিন আশরাফী, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের আহ্বায়ক সালাহ উদ্দিন লিটন, মানবাধিকার কর্মী ডা. আর.কে. রুবেল, ইকো ফ্রেন্ডস্’র সাংগঠনিক সম্পাদক কাইয়ুমুর রশিদ বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, মঈন উদ্দীন আহমদ, আনোয়ার বুকস্’র পরিচালক আনোয়ার তালুকদার, নাঈম উদ্দিন খান, কবি আসিফ ইকবাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, মহৎ কর্ম ও সেবামূলক কর্মযজ্ঞের মাধ্যমে উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন সমাজসেবী ব্যক্তিত্ব আলহাজ্ব আবু তাহের চৌধুরী। তিনি অসহায় ও এতিমদের পরম সুহৃদ ছিলেন। রতœগর্ভা পিতাও ছিলেন আবু তাহের চৌধুরী। সমাজসেবায় নিবেদিত প্রাণ, ধার্মিক ও মহৎ কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন। সুশিক্ষার প্রসারে তার অবদান অপরিসীম। আত্মমানবতার কল্যাণে আবু তাহের চৌধুরীর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান আবু সুফিয়ান। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা একরাম হোসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!