সংকটাপন্ন আল্লামা শফীকে ঢাকায় নেওয়া হয়েছে হেলিকপ্টারে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার সদরে মুহতামিম আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠ থেকে আল্লামা শফীকে নিয়ে হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। তার সাথে ছিলেন বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউছুফ।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেন হেফাজতে ইসলামে চট্টগ্রাম মহানগর প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ।

এর আগে নিজ কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায় ৩৬ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে আল্লামা শফীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

সেখানে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) হস্তান্তর করা হয়।

পরে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পুরান ঢাকার আজগর আলী মেডিকেলে ভর্তি করার সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, চট্টগ্রাম দারুল উলুম মুইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্রদের হাতে লাঞ্ছিত ও ৩৬ ঘন্টা ‘অবরুদ্ধ’ থাকাকালীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এছাড়া মানসিকভাবেও ভেঙ্গে পড়েন তিনি। শরীরে দেখা দিয়েছে বেশ কয়েকটি রোগের উপসর্গ।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!