শুক্রবারের বাজারে পেঁয়াজে ঝাঁজ—সবজিতে আগুন

চট্টগ্রামের কাঁচাবাজারে ক্রেতাদের সমাগম অন্য সময়ের চেয়ে কম। এ অবস্থায় পাইকারি বাজারে শাক-সবজির দাম কেজিতে বৃদ্ধি পেয়েছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। শীতকালীন কিছু সবজির দাম আকাশছোঁয়া। বাজারে সবচেয়ে বেশি তেজ এখন কাচা মরিচের গায়ে। কেজিপ্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে কাচা মরিচ।

চট্টগ্রামের রেয়াজ উদ্দিন বাজারে আলু ছাড়া অন্যান্য সবজির দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৫ টাকা। আবার নতুন সবজি যেমন বাঁধাকপি, শিম, বেগুনের ১০০ ছুঁইছুঁই।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বহদ্দারহাট কাঁচা বাজারে ছোট বেগুন ৮০ টাকা, শিম ৮০ টাকা, বড় বেগুন ৫০ টাকায় বিক্রি হয়েছে কেজিপ্রতি। এছাড়া করলা ৫০ টাকা, তিতা করলা ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, বরবটি ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

পাশাপাশি ওল কচু, ঝিঙ্গা, ধুন্দল, পেঁপে, শসা, চিচিঙ্গা, পটল, মুলা, নেম আলু, চাল কুমড়া, ঢেঁড়স ৩০ থেকে ৬০ টাকা বেচাকেনা হচ্ছে। তবে কাচা মরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ টাকায়।

বহদ্দারহাটের সবজি ব্যবসায়ী মোহাম্মদ ফয়সাল বলেন, ‘বাজারে নতুন সবজি এসেছে দেশি বেগুন, মুলা, পটল, শিম। এগুলোর দাম একটু বেশি। নতুন সবজির মধ্যে ছোট আকারের বাঁধাকপিও ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।’

গৃহিনী মোতাহেরা বেগম বলেন, ‘বাজারে এসেই কি কিনবো তা ভেবে পাই না। সব কিছুর দাম বেশি। ১০০ টাকা দিয়ে দুই কেজি সবজি পাচ্ছি না। শাক সবজির দাম দিয়েই ব্রয়লার মুরগী পাওয়া যায়। ডিমের দামও বেশী।’

বাজার ঘুরে দেখা গেল, পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা, রসুন ৮০ টাকা, আদার কেজি ১০০ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১১৫ থেকে ১২০ টাকা, ডিম বিক্রি হচ্ছে ডজন ১০৫ টাকা দামে। তবে দুই সপ্তাহ আগে ডিম বিক্রি হয়েছে ডজন ৯৬ টাকায়।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!