লোহাগাড়ায় ইটভাটাকে লাখ টাকা জরিমানা, ৩ স্কেভেটর ও ডাম্পার জব্দ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে টিলা কাটার দায়ে এলবিএম ইটভাটাকে একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) উপজেলার চরম্বা এলাকায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমদ।

জানা গেছে, কয়েকদিন ধরে অবৈধভাবে টিলা কেটে মাটি নিয়ে যাচ্ছিল লোহাগাড়ার চরম্বা এলাকার এলবিএম ইটভাটায়। স্থানীয়রা বিষয়টি লোহাগাড়ার ইউএনও তৌছিফ আহমদকে জানালে তিনি তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। ইউএনওর উপস্থিতি টের পেয়ে ইটভাটার ম্যানেজার প্রথমে পালিয়ে গেলে কিছুক্ষণ পর উপস্থিত হন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার মালিককে একলাখ টাকা জরিমানা করেন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌছিফ আহমদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার সত্যতা পেয়ে ইটভাটার মালিককে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একইদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ৩টি স্কেভেটর এবং একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়েছে।’

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!