রেলের টিকেট কালোবাজারি গ্রেপ্তার, ১১ টিকেট উদ্ধার

টিকেট কালোবাজারি রোধে তুলে দেওয়া হয় টিকেট ব্লকিং সিস্টেম। কার্যত এতে পোয়া বারো বুকিং সহকারীদের। এখন টিকেট বুকিং সহকারীদের দৌরাত্ম বেড়ে গেছে। টিকেট কালোবাজারি করতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছে ১ জন।

শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে টিকেট কালোবাজারির সময় মো. মিজানুর রহমানকে (৩৮) গ্রেফতার করে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরএনবি)। মিজানুর রহমান বি-বাড়িয়া জেলার কসবার নেমতাবাদ এলাকার মো. আবু তাহেরের ছেলে।

গ্রেফতারের বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন রেলওয়ে আরএনবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ আমান।

আমান উল্লাহ আমান বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনের দুটি, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি ও তূর্ণা এক্সপ্রেসের ৪টি ট্রেনের ১১টি আসনের টিকিটসহ ওই কালোবাজারিকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদের কাছে কালোবাজারি সম্পর্কে জানতে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


জিএস/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!