মুহাম্মদ আজিজুল হক আলকাদেরীর ইন্তেকাল

মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী আস সাঈদী প্রকাশ বড় হুজুর ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহে….. রাজেউন)। তিনি হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসা , হাটহাজারী নোমানীয়া মাদ্রাসা, আজিজিয়া কাজেমী কমপ্লেক্স’র প্রতিষ্ঠাতা।
রোববার (৩১ মার্চ) সকাল ৮টায় নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন । তিনি ৩ ছেলে, ৭ মেয়ে, নাতী-নাতনি, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

সোমবার (১ এপ্রিল) বাদ আছর ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া বহুমুখী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী ১৯৪০ সালের ২৭ মে ছিপাতলীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্মগ্রহণ করেন। তিনি হাটহাজারীর নাঙ্গলমোড়া শামসুল উলুম মাদ্রাসা, হাটহাজারী অদুদিয়া মাদ্রাসা, গহিরা আলিয়া মাদ্রাসা , নাজিরহাট আহমদিয়া মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুহাদ্দিস ও অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি আজিজিয়া কাজেমী কমপ্লেক্স প্রতিষ্ঠা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!