ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ স্যান্ডর ডায়ালাইসিসের বিরুদ্ধে

চট্টগ্রামের স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুল চিকিৎসায় কিডনী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

৬০ বছর বয়সী ওই রোগীর নাম সাফিয়া খানম।

বুধবার (১৫ জুন) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সাফিয়ার স্বামী এম.এ মাসুদ ও ছেলে তানভীর আহমেদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নিচ তলায় প্রধান প্রবেশ পথের পাশে অবস্থিত স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিসেস বাংলাদেশের অবস্থান। সেখানে কর্তব্যরত ডাক্তার রেহনুমা ও নার্স-টেকনিশিয়ানরা রোগীর প্রতি দুর্ব্যবহার করেন। তাদের অবহেলা এবং ভুল চিকিৎসার কারণে কিডনী রোগী সাফিয়া খানমের মৃত্যু হয়েছে।

গত ৫ জুন রাতে ডায়ালাইসিস গ্রহণের জন্য সাফিয়াকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়।

তারা স্যান্ডর কর্তৃপক্ষ এবং ডাক্তার রেহনুমার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া স্যান্ডর কর্তৃপক্ষের সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের চুক্তি বাতিল করে এই ডায়ালাইসিস কেন্দ্রটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কিডনী বিভাগের নিয়ন্ত্রণে নেওয়ারও দাবি জানান।

মোস্তফা জাহেদ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!