চট্টগ্রামে বিনাটিকেটে রেলভ্রমণ, ১৪৬ যাত্রীর জরিমানা

রেলযাত্রায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে কঠোর অবস্থানে রেল কর্তৃপক্ষ। তবে রেল কর্তৃপক্ষের অবস্থান যাই হোক না কেন, পুরানো অভ্যাস বদলাচ্ছে না রেল যাত্রীদের।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন গন্তব্যের ৫টি ট্রেনের যাত্রীদের টিকেট চেক করে জরিমানা করা হয় ১৪৬ জন যাত্রীকে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. আনসার আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিনা টিকেটের যাত্রীদের কাছ থেকে ভাড়া বাবদ ৪৩ হাজার ৭৪৫ টাকা এবং জরিমানা বাবদ ৪০ হাজার ৫৭৫ টাকা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মো. আনসার আলী বলেন, টিকেট ছাড়া ট্রেন ভ্রমণ করা কিছু যাত্রীর অভ্যাসে পরিণত হয়েছে। তাই নিয়মিত চেকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত চেকিং চালু রাখলে কোনো যাত্রী বিনা টিকেটে যাত্রা করবে না।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!