বিএনপির ৩ নেতা আওয়ামী লীগ নেতার প্রচারণায় নেমে বহিষ্কার

চট্টগ্রামে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় অংশ নিয়ে বিএনপির তিন নেতা বহিষ্কার হয়েছেন।

বহিষ্কার হওয়া তিনজনই সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। তারা চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের পক্ষে প্রচারণা চালাচ্ছেন— এমন প্রমাণ পেয়ে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম তাদের বহিষ্কার করেছেন।

বহিষ্কৃত তিনজন হলেন— সাতকানিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কালাম, জমির উদ্দীন ও জাহাঙ্গীর আলম।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত সদস্য মঈনুল আলম ছোটন।

চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বলেন, তারা তিনজন সরাসরি নির্বাচনী প্রচারণায় গিয়েছেন। যা দলের শৃঙ্খলা পরিপন্থী। তাই জেলা বিএনপি তাদের বহিষ্কার করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করছে বিএনপি। চট্টগ্রাম-১৬ (সাতকানিয়া-লোহাগড়া) আসনেও বিএনপির কোনো প্রার্থী নেই। প্রার্থী না থাকলেও বহিষ্কার হওয়া তিনজন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এমএ মোতালেবের পক্ষে প্রচারণা গিয়েছেন। এমএ মোতালেব সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুুফিয়ান বলেন, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’

আরএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!