ফটিকছড়িতে ভেজাল ঔষধ বিক্রির অপরাধে ২ জনের সাজা : ৬০ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি ॥

ফটিকছড়ি উপজেলা সদরের বিবিরহাট বাজারে অভিযান চালিয়ে দুই ভেজাল ঔষধ বিক্রেতাকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় এসময় সেবা তালিকা না থাকায় ডায়ানিক ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা ও আল নূর হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকাসহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করে ম্যাজিস্ট্রেট।

image-5717

 

বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিট থেকে ১.৩০ মিনিট পর্যন্ত এ আকর্র্ষিক অভিযানের নের্তৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নাজিমুল হায়দার। এসময় স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,  অভিযানে ভেজাল ঔষধ বিক্রয়ের অপরাধে নবজীবন হার্বালের ম্যানেজার মো: কামরুল ইসলাম ও মো: মোজাম্মেল হোসেন ভূইয়াকে ৩ মাসের বিনাশ্রমে কানাদন্ড প্রদান করা হয়।

 

এছাড়া সেবা তালিকা না থাকায় দুটি ডায়াগনষ্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় এ ম্যাজিস্ট্রেট।

 

রিপোর্ট : আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!