প্রকাশ্যে ধূমপান, পটিয়ায় বাস হেলপারকে জরিমানা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া রুটে প্রকাশ্যে ধূমপান করার দায়ে বাস হেলপারকে জরিমানা করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান বাস হেলপার মো. ফারুক হোসেনকে (৪৫) ৫শ’ টাকা জরিমানা করেন। ফারুক বাঁশখালী উপজেলার মোহাম্মদ হোসেনের পুত্র।

জাতীয় সমবায় দিবস উপলক্ষে পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার একটি র্যা লি বের করা হয়। এ সময় মহাসড়কে চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ-১১-০৮৭৪) পটিয়া উপজেলা পরিষদের গেট এলাকায় পৌঁছলে গাড়ির হেলপার ফারুকের হাতে সিগারেট দেখে বাসটি থামানোর জন্য সিগন্যাল দেয়া হয়। পরে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৭ (ক) এর ২ ধারা অনুযায়ী বাস হেলপারকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জানান, প্রকাশ্যে ধূমপান করার দায়ে বাস হেলপার ফারুককে ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিসি জানান।

সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!