প্যাসিফিক জিন্সের শ্রমিকদের আন্দোলন, ৪ হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস

শ্রমিকদের আন্দোলনের মুখে মজুরি বাড়ানোর দাবি মেনে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেড। তারা শ্রমিকদের মজুরি চার হাজার টাকা বাড়ানোর আশ্বাস দিয়েছে।

প্যাসিফিক জিন্সের শ্রমিকদের আন্দোলন, ৪ হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস 1
আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন প্যাসিফিক জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকেই চট্টগ্রামের ইপিজেডের চার নম্বর রোডের কারখানার সামনে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করেন শ্রমিকেরা।

জানা গেছে, মাসিক বেতন পাঁচ হাজার টাকা বাড়ানোর দাবিতে প্রতিষ্ঠানের সামনে আন্দোলন শুরু করে শ্রমিকরা। কর্মবিরতি দিয়ে সেখানে প্রায় দু’ঘণ্টা অবস্থান নেন তারা।

পরে সকাল ১০টার দিকে প্যাসিফিক জিনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর উপস্থিত হয়ে মজুরি বাড়ানোর ঘোষণা দেন। তিনি পাঁচ হাজার টাকার পরিবর্তে চার হাজার টাকা বেতন বাড়ানোর আশ্বাস দেন শ্রমিকদের।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) শ্রমিকদের মজুরি বাড়ায় প্যাসিফিক জিন্স লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান এনএইচটি ফ্যাশন লিমিটেড। কম মজুরি বাড়ানো নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়।

এনএইচটি ফ্যাশন লিমিটেডের নাম প্রকাশে অনুচ্ছিক এক শ্রমিক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘নতুন শ্রমিক যারা ৮-৯ হাজার টাকা মজুরি পেত সরকারি নিয়মের কারণে তারা এখন ১২ হাজার ৫০০ টাকা পাচ্ছে। কিন্তু পাঁচ-ছয় বছর ধরে যারা কাজ করছে তাদের মজুরিও ১৩ হাজার থেকে ১৪ হাজার টাকা। সিনিয়র শ্রমিকদের বেতন তেমন বাড়ানো হয়নি। সেটি নিয়ে আমরা আন্দোলন করেছি। চার হাজার টাকা বাড়ানোর আশ্বাস দিয়েছেন এমডি স্যার।’

একই প্রতিষ্ঠানের আরেক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘মজুরি বাড়ানো নিয়ে আমরা অসন্তুষ্ট ছিলাম, তাই আন্দোলনে নেমেছি। আমাদের এমডি স্যার চার হাজার টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আমরা সেটি মেনে নিয়েছি।’

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!