পটিয়ায় শেষ হলো পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

চট্টগ্রামের পটিয়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে জেলা ও উপজেলার সাংবাদিকদের তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

সোমবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে সাংবাদিকদের বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিংয়ের প্রশিক্ষন দেওয়া হয়। প্রশিক্ষণে কর্মশালায় পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা এবং কর্ণফুলী উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিক অংশ নেন।

প্রশিক্ষণ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে পিআইবি’র সিনিয়র প্রশিক্ষক শাহ শেখ মজলিস ফুয়াদের সভাপতিত্বে ও পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, পিআইবি’র সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম।

বক্তব্য রাখেন সাংবাদিক নুরুল ইসলাম, অধীর বড়ুয়া, মোজাহেরুল কাদের, দেলোয়ার হোসেন, এম আনোয়ারুল হক, জাহেদুল হক, আবদুর রাজ্জাক, কাউছার আলম, সুমন শাহ, শফিউল আজম।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!