নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে বিরাট কোহলি

নিষিদ্ধ হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন বিরাট কোহলি। ইতোমধ্যে ভারত অধিনায়কের সংগ্রহ তিন ডিমেরিট পয়েন্ট। আর একটি মাত্র ডিমেরিট পয়েন্ট পেলেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গ চেপে বসবে কোহলির কাঁধে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাজে আচরণের জন্য কোহলির খাতায় একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। এতেই তার ডেমিরিট পয়েন্ট দাঁড়িয়েছে তিনে।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বেউরান হেনরিকসকে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে নিজের ডিমেরিট পয়েন্ট বাড়িয়েছেন কোহলি। রান নেওয়ার সময় প্রোটিয়া এ বোলারকে বাজেভাবে ধাক্কা দেন তিনি। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের দেওয়া শাস্তিটা মেনে নিয়েছেন ব্যাটসম্যান কোহলি।

২০২০ সালের ১৫ জানুয়ারির মধ্যে আর একটি ডিমেরিট পয়েন্ট পেলেই নিষিদ্ধ হবেন ৩০ বছরের এ তারকা ক্রিকেটার। নিয়ম হলো দুই বছরের মধ্যে কোনো ক্রিকেটার চার ডিমেরিট পয়েন্ট পেলে তিনি একটি টেস্ট বা দুটি সীমিত ওভার ম্যাচ খেলতে পারবেন না।

কোহলির প্রথম ডিমেরিট পয়েন্ট আসে ১৫ জানুয়ারি ২০১৮ সালে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রিটোরিয়া টেস্টে। দ্বিতীয় পয়েন্ট পান ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!