নগরীতে ১৬ মার্চ স্মার্ট কার্ড বিতরণ শুরু

নগরীতে ১৬ মার্চ স্মার্ট কার্ড বিতরণ শুরু 1প্রতিদিন ডেস্ক : নগরীতে চলতি মাসের ১৬ তারিখ থেকে স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে । প্রথম দফায় নগরীর তিনটি ওয়ার্ডের ভোটাররা এ স্মার্ট কার্ড পাচ্ছেন।
১৩ মার্চ সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং বিভিন্ন শ্রেণীপেশার গণ্যমান্য প্রতিনিধিদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে সিইসি এই কর্মসূচির উদ্বোধন করবেন।

নির্বাচন কর্মকর্তা (চট্টগ্রাম আঞ্চলিক) মো.আব্দুল বাতেন বলেন, সিইসি মহোদয় সাবেক ও বর্তমান মেয়রসহ গণ্যমান্য ব্যক্তিদের হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করবেন।

তিনি জানান, কোতয়ালি ও ডবলমুরিং থানায় (নির্বাচন কমিশনের হিসেবে) নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লাখ। প্রথম দফায় এসব থানার অধীন যে তিনটি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে সেগুলো আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছেছে।

বছরব্যাপী পাঁচ দফায় দুই থানায় স্মার্ট কার্ড বিতরণের কর্মসূচি শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!