ধুনিরপুল থেকে সরলো ময়লার ভাগাড়, ফুটপাতের দোকান

দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এ সংবাদের জের

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম নগরের চকবাজার ধুনিরপুলের উপর আবর্জনার ভাগাড়টি অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এসময় চকবাজার ধুনিরপুলের সড়কের উপর গড়ে উঠা বেশ কয়েকটি অবৈধ দোকানও গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়াও সর্তক করা হয় ফুটপাতে ভ্রাম্যমাণ মাছ বিক্রেতাদের।

রোববার (১৯ জানুয়ারি) সকালে এ অভিযান চালায় চসিকের পরিচ্ছন্নতা বিভাগ।

এ বিষয়ে চসিক পরিচ্ছন্নতা বিভাগের প্রধান কর্মকর্তা মোর্শেদুল আলম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আপনাদের মাধ্যমে জানতে পেরে আজ (রোববার) সকালে আমরা ধুনিরপুলের ভাগাড় থেকে আবর্জনা অপসারণের কাজ শুরু করি। পরে সরেজমিনে এসে জানতে পারি ভ্রাম্যমাণ মাছ বিক্রেতারা মাছের উচ্ছিষ্ট আবর্জনা যত্রতত্র ফেলে দুর্গন্ধ সৃষ্টি করছে। এছাড়াও ফুটপাতে বেশকিছু অবৈধ দোকান গড়ে তোলার কারণে নানামুখী সমস্যা সৃষ্টি হচ্ছে। এসময় ফুটপাতের উপর গড়ে উঠা দোকানগুলো সরিয়ে দিই।’

কাঁচা বাজারের বর্জ্য ফেলার ভাগাড়টি নিয়মিত মনিটরিং করা হবে জানিয়ে তিনি চট্টগ্রাম প্রতিদিনকে জানান, সড়কটিকে দীর্ঘদিন ভাগাড় হিসেবে ব্যবহারের ফলে সেখানে সৃষ্ট হয়েছে বড় গর্ত। আজ রাতে গর্তটি ভরাট করতে কংক্রিট-সিমেন্ট দিয়ে ঢালাই দেওয়া হবে। এছাড়া কাঁচাবাজার এলাকায় ডোর টু ডোর কার্যক্রমের উপর জোর দেওয়া হবে বলে জানান তিনি।

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!