দোতলায় পাওয়া ১৫ ফুটের অজগর রাতে চলে গেল সাতকানিয়ার বনে

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা করেছে স্থানীয়রা। পরে রাতের বেলা এটিকে পাশ্ববর্তী পাহাড়ে ছেড়ে দেওয়া হয়।

৭ ডিসেম্বর (সোমবার) বিকেলে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের শাহ রশিদিয়া দাখিল মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুস সালাম চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘মাদ্রাসা ভবনে অজগর সাপের উপস্থিতির বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে ফোনে জানান। এরপর বিকেল চারটার দিকে মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে বন বিভাগের সহযোগিতায় অজগরটি উদ্ধার করা হয়। পরে সেটিকে অবমুক্ত করার জন্য বনবিভাগের দায়িত্বশীলদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ সাতকানিয়া রেঞ্জ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, অজগরটির ওজন প্রায় ২৮ থেকে ৩০ কেজি হবে। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। সন্ধ্যার দিকে অজগরটিকে সাতকানিয়ায় পশ্চিমের বনে ছেড়ে দেওয়া হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!