ডেঙ্গুতে মৃত্যুর ‘হাফ সেঞ্চুরি’ চট্টগ্রামে

চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যার ‘হাফ সেঞ্চুরি’ হয়েছে। এছাড়া নতুন আক্রান্ত হয়েছে ৭৯ জন।

মৃত দু’জন হলেন জুলেখা আকতার (২৮) ও হিরা মিয়া (১৮)। দু’জনেরই বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।

মঙ্গলবার (২২ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তারা মারা যান। দু’জনেই এক্সপানডেড ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে,জুলেখাকে গত ২০ আগস্ট এবং হিরা মিয়াকে ২২ আগস্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের ডেঙ্গু সনাক্ত হলে শারীরিক অন্য জটিলতা দেখা দেয়। দু’জনেই এক্সপানডেড ডেঙ্গু শক সিনড্রোমে মারা গেছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মারা গেছে ২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৪৬ জন। শুধুমাত্র আগস্ট মাসেই ডেঙ্গু শনাক্ত হয়েছে ২ হাজার ১৭০ জন।

এদিকে চলতি বছরের শুরু থেকে বুধবার (২৩ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৫০ জন। এরমধ্যে শুধুমাত্র আগস্ট মাসে মারা গেছে ২৫ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!