জাল সনদ প্রদানের অভিযোগে চারজন কারাগারে

জাল সনদ প্রদানের অভিযোগে চারজন কারাগারে 1নিজস্ব প্রতিবেদক : অনুমোদন ছাড়া বেসরকারি সাউদার্ন ইউনিভার্সিটির নামে জাল সনদ ও মার্কশিট প্রদানের অভিযোগে দায়ের হওয়া মামলায় চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চারজন হলেন, মো.ওসমান. সেলিম উদ্দিন, মিনহাজুর রহমান এবং আহমদ গোলাম সরওয়ার।

সোমবার (০৪ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো.নোমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষের আইনজীবী খোরশেদুল আলম চৌধুরী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়া সাউদার্ন ইউনিভার্সিটির নাম ব্যবহার করে জাল সদন ও মার্কশিট দেওয়ার অভিযোগে গত ৫ জানুয়ারি আদালতে মামলা হয়েছিল।সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষে তাদের প্রশাসনিক কর্মকর্তা কবির মো.আশরাফউল্লাহ বাদি হয়ে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০, ৪৬৯ ধারায় ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।আদালত মামলা গ্রহণ করে ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। অভিযুক্তরা হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে সোমবার চারজন চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!