জাল ভোট দেওয়ার দায়ে লোহাগাড়ায় চার নারী আটক

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অপরাধে চার নারীকে আটক করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। পরবর্তীতে প্রতিজন এক হাজার টাকার জরিমানা সহ মুচলেকা দিয়ে রেহাই পান ওই নারী। রোববার (৩১ মার্চ) দুপুর ২ টার দিকে তাদের আটক করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

আটকৃত চার নারী হলেন লোহাগাড়া উপজেলার পুটিবিলা গ্রামের চৌধুরী পাড়ার কামাল স্ত্রী আনোয়ানা বেগম (৫০), একই পাড়ার আব্দুল মালেকের স্ত্রী রেখা আক্তার (৩৮), রাসেল চৌধুরী স্ত্রী খুশিদা আক্তার (২৫) ও বেল্লাল পাড়ার তাজুল ইসলাম স্ত্রী খুরশিদা বেগম (৩৬)।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বলেন, ৪ জন মহিলা ২টা বুথে জাল ভোট দেয়ার সময় সন্দেহ হয়। পরে যাচাই-বাচাই করে দেখতে পায় তারা জাল ভোট দিতে এসেছিল।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!