জঙ্গিবাদ প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা

জঙ্গিবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি জনসচেতনতাটাই বেশি প্রয়োজন বলে মত এসেছে চট্টগ্রামের একটি সভা থেকে। একইসঙ্গে নিজের সন্তানদের চলাফেরায় নজরদারিতে রাখারও অনুরোধ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নগরীর বায়েজিদ থানার জালালাবাদ তালীমুল কুরআন মাদ্রাসায় সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চ্যাপ্টারের উদ্যোগে ‘জঙ্গিবাদবিরোধী আলেম-ওলামা-শিক্ষার্থী সমাবেশ’ বক্তারা এসব কথা বলেন।

সুচিন্তা চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরীর সভাতিত্বে ও মাদ্রাসার সহকারী পরিচালক শামসুল হকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া জঙ্গিবাদবিরোধী এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু হাসান সিদ্দিক।

তিনি বলেন, ‘আমাদের সন্তানরা কি করে সেটা আমাদের দেখতে হবে। তাদের প্রতি নজরদারি বাড়াতে হবে। আমরা যদি প্রত্যেকে সচেষ্ট না হই তাহলে কিন্তু জঙ্গিবাদ নির্মুল করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব হবে না। মাদ্রাসায় শিক্ষিত ছেলে-মেয়েরা যাতে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে সেজন্য মদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার দিকে জোড় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ।’

সভাপতির বক্তব্যে জিনাত সোহানা চৌধুরী বলেন, ‘বাঙালি জাতির গণতান্ত্রিক, প্রগতিশীল ও ধর্মনিরপেক্ষ চরিত্র ধ্বংসের ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে, সেসব চরমপন্থী ও স্বাধীনতাবিরোধী শক্তির মোকাবিলায় সুচিন্তা সদা-তৎপর।’

প্রধান বক্তার বক্তব্যে মাদ্রাসার হিফজ বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা আবু ছাবের বলেন, ‘ধর্মের নামে যেকোনো সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানাই। আর বিশেষ করে ইসলাম শান্তির ধর্ম। সেখানে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়া যাবে। এ ধরনের বিভ্রান্তি যারা পোষণ করে, তারা কখনোই বেহেশতে যাবে না। কাজেই ইসলাম যে শান্তির ধর্ম, সেই শান্তি বজায় রাখা সবারই কর্তব্য।’

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি মো. ইমরান, সুচিন্তা চট্টগ্রামের আবু হাসনাত চৌধুরী, ডা. হোসেন আহমেদ, বায়েজিদ থানার এসআই আজাদ হোসেন ও শ্রমিকলীগ নেতা কামাল উদ্দিন চৌধুরী।

সমাবেশের শেষে জয় বাংলা স্লোগানের মধ্য দিয়ে মুজিববর্ষকে স্বাগত জানানো হয়। শিক্ষার্থীদের নিয়ে প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন সুচিন্তা স্টুডেন্টস অ্যান্ড ইয়ুথ উইং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সমন্বয়ক সৌরভ মুৎসুদ্দী, সদস্য সুমন মাহমুদ ও সৌরভ কুমার।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!