চুরি হওয়া স্বর্ণ ও টাকাসহ চোর গ্রেপ্তার বোয়ালখালীতে

চট্টগ্রামের বোয়ালখালীতে ঈদের বন্ধে চুরি হওয়া স্বর্ণ ও টাকাসহ এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ দুটো স্বর্ণের চেইন, তিনটি আংটি ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার চোর বোয়ালখালীর জমাদারহাট এলাকার মৃত নুরুল আবছার খানের ছেলে মো. জাবেদ (১৯)।

সোমবার (১৫ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ৯ এপ্রিল ঈদ উল ফিতর উদযাপনের জন্য পশ্চিম গোমদন্ডী খলিফা বাড়ি থেকে শারমিন আক্তার শ্বশুড় বাড়িতে যান। এরপর ১৩ এপ্রিল তিনি বাড়ি ফিরে এসে দেখেন ঘরের তালা খোলা এবং ওয়্যারড্রবে রাখা স্বর্ণের গয়না ও নগদ ৭০ হাজার টাকা চুরি হয়েছে।

এ ঘটনায় ১৫ এপ্রিল বোয়ালখালী থানায় একটি মামলা দায়ের করেন শারমিন আক্তার। মামলার পর ভিডিও ফুটেজ দেখে ওইদিন রাতেই চোরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় চোরের কাছ থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে দুটি স্বর্ণের চেইন, তিনটি আংটি ও নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

বোয়ালখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, চুরি হওয়া মালামালসহ চোরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!