চান্দগাঁওয়ে পুলিশের ওপর হামলার অভিযোগ, বিএনপির ডা. শাহাদাতসহ আসামি ৩৬

চট্টগ্রাম মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি থেকে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে নগরীর চান্দগাঁও থানায় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মামলায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০০ জনকে আসামি করা হয়েছে।  

সোমবার (২৯ মে) নগরের চান্দগাঁও থানায় পুলিশ বাদি হয়ে মামলাটি করেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি দীপ্তিসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫ থেকে ৬০০ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। সোমবার ভোর সোয়া চার দিকে পুলিশ বাদি হয়ে মামলাটি করেন।’

এর আগে রোববার (২৮ মে) বিকালে নগরীর বাকলিয়া এক্সেস রোডে বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়‌নে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে পদযাত্রা কর্মসূ‌চি ছিল। বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু হয়ে ফুলকলি, রাহাতারপুল, কিলোমিটার, চান্দগাঁও থানা হয়ে বহদ্দারহাটে এসে কর্মসূচি শেষ হয়। এর মাঝে পুলিশের ওপর ইট-পাটকেল ছুঁড়লে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়।

যদিও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপে বিএনপির কেউ জড়িত নয় নবে দাবি করছেন ডা. শাহাদাত হোসেন।

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!