চবিতে যৌন নির্যাতনবিরোধী সেল কার্যকর দেখতে চায় ছাত্রলীগ

বহিরাগতমুক্ত ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার পর বহিরাগতমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা কার্যকর যৌন নির্যাতনবিরোধী সেল গঠনেরও দাবি জানান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক বখাটের হাতে যৌন হয়রানির শিকার হন বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থী। বাজার থেকে কেনাকাটা করে বাসায় ফেরার পথে খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে আসা ওই তরুণীকে যৌন হেনস্তা করা হয়। যৌন হয়রানির শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত একটি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্রী। ফেসবুকে পুরো ঘটনা তুলে ধরে ওই ছাত্রী লিখেছেন, এর আগেও একাধিকবার যৌন হয়রানির শিকার হয়েছেন তিনি।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা অবাধে বিচরণ করছে। শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা বাধাচ্ছে, ছাত্রীদের হেনস্তা করছে। গত রাতে এক ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীকে অশ্লীল ভাষায় যৌন হেনস্তা করেছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতন সেল থাকলেও তা কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না।

তারা আরও বলেন, অবিলম্বে হেনস্তাকারী বখাটেকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও যৌন নির্যাতন সেলকে কার্যকর করতে হবে।

ছাত্রলীগ নেতাকর্মীরা বলেন, এখন কোনো বিশ্ববিদ্যালয়ই শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়। বরিশাল বিশ্ববিদ্যালয়েও রাতের আঁধারে ছাত্রদের উপর হামলা চালানো হয়েছে। হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

ছাত্রলীগ নেতা ফোরকানুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা শ্রাবণ মিজান, আহসান হাবীব সোপান, মুকুল বিন্দু, জয় বিশ্বাস, আশরাফুর রহমান রাজিব, সাদ্দাম হোসেন, শিবলু চৌধুরী, সফিকুল ইসলাম, ইয়াছিন রুবেল প্রমুখ।

এমআইটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!