চট্টগ্রামে ৬ স্পেশাল ট্রেনের সঙ্গী ১৩ জোড়া আন্তঃনগর, রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড়

ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। ঈদে যাত্রীদের জন্য ছয়টি স্পেশাল ট্রেন থাকছে। এছাড়া ২৬টি আন্তঃনগর ট্রেনও যাওয়া-আসা করবে নিয়মিত। এর মধ্যে ঘরমুখী যাত্রীদের চাপ বাড়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে স্টেশনে। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা তৎপর রয়েছেন স্টেশনজুড়ে। যাত্রীদের চাপ সামলাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগিও (কোচ) লাগানো হয়েছে।

চট্টগ্রামে ৬ স্পেশাল ট্রেনের সঙ্গী ১৩ জোড়া আন্তঃনগর, রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় 1

একইসঙ্গে যাত্রীদের ভীড়ের মধ্যেও টিকিট কালেক্টররাও (টিটি) দায়িত্ব পালন করে যাচ্ছেন সমানতালে।

শুক্রবার (৫ এপ্রিল) থেকে ঈদের স্পেশাল ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে আগের দিন বৃহস্পতিবার থেকেই যাত্রীদের ভিড় দেখা গেছে চট্টগ্রাম রেলস্টেশনে।

জানা গেছে, কালোবাজারি এবার ঈদের স্পেশাল ও আন্তঃনগর ট্রেনগুলোর সব টিকিট অনলাইনে বিক্রি হয়। ফলে ঘণ্টাখানেকের মধ্যেই শেষ হয়ে যায় টিকিট বিক্রি। ‘অনলাইন যুদ্ধে’ টিকিট না পেয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভও ঝেরেছেন। তবে এবার একটি টিকিট কাটার পেছনে গড়ে সাড়ে ৫০০ এর ওপরে মানুষ চেষ্টা করেছেন।

চট্টগ্রাম থেকে ঈদ ফিতরে চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩) চট্টগ্রাম-চাঁদপুর; চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪) চাঁদপুর-চট্টগ্রাম; ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬) চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম শুক্রবার (৫ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পর পাঁচ দিন চালানো হবে।

এছাড়া কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০) চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ঈদের আগে (৮ ও ৯) এপ্রিল ও ঈদের পরের তিন দিন চলাচল করবে।

একইসঙ্গে ২৬টি আন্তঃনগর, ৩টি মেইল ট্রেন এবং ২টি কমিউটার ট্রেনও থাকবে।

এদিকে বৃহস্পতিবার দুপুর ২টায় সরেজমিন চট্টগ্রাম রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, আরএনবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও যাত্রীদের নিরাপত্তায় স্টেশনে তদারকি করছেন। স্টেশনের গেটে মহিলা টিটি জান্নাতুল ফেরদৌস (২৭) ও আরও ১২ জন টিটি মিলে যাত্রীদের টিকিট চেক করছেন। তাদের সঙ্গে জিআরপির সদস্যরাও আছেন।

স্টেশনের গেটে থাকা রেল কর্মচারী সাইদুজ্জামান সিপন বলেন, ’২৭ জন টিটি ভোর ৫টা থেকে ৩টা এবং ৩টা থেকে ১২টা পর্যন্ত দুই শিফটে ভাগ হয়ে দায়িত্ব পালন করছেন।’

স্টেশনে কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত জান্নাত আমানের সঙ্গে (৩০)। তিনি জানান, চট্টগ্রাম থেকে বাচ্চাসহ টাঙ্গাইল যাচ্ছেন ঈদ করতে। স্টেশনের সার্বিক পরিস্থিতিও ভালো।

চট্টগ্রাম রেলস্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ‘যাত্রীদের নিরাপদ যাতায়াতের জন্য সব রকমের ব্যবস্থা নিয়েছি।’

চট্টগ্রাম রেলস্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম স্টেশন থেকে সব ট্রেন নির্ধারিত সময়েই চলাচল করবে।’

আরএনবি’র কমান্ড্যান্ট রেজওয়ান উর রহমান বলেন, ‘যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে আমরা প্লাটফর্ম ও স্টেশনে নিরাপত্তা জোরদার করেছি।’

আরএনবি’র চট্টগ্রাম স্টেশনের চিফ ইন্সপেক্টর (সিআই) আমান উল্লাহ আমান বলেন, ‘ঈদ উপলক্ষে প্লাটফর্মে ভোর ৬টা থেকে ২২ জন, বিকাল ৩টা থেকে ২০ জন, রাত ১২টা থেকে ৮ জন করে তিনটি শিফটে দায়িত্ব পালন করছেন।’

বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা তারেক মোহাম্মদ ইমরান বলেন, ‘ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের পাশাপাশি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম ছয়টি স্পেশাল ট্রেন চলাচল করবে, এর মধ্যে দুটি যাতায়াত করবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে।’

চট্টগ্রাম রেলওয়ে বিভাগীয় কর্মব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘ট্রেন চলাকালীন যাতে পাথর নিক্ষেপের মতো কোনো ঘটনা না ঘটে, সেজন্য ক্যাম্পিংয়ের মাধ্যমে সচেতনতা করা হচ্ছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!