চট্টগ্রামে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা থেকে ২ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাপিড ব্যাটেলিয়ান অ্যাকশন (র‍্যাব)। একইসঙ্গে দুই মাদককাররীকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন, মো. চান মিয়া সওদাগর (৬১) ও মো. ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮)। তারা দুজনেই পটিয়ার শান্তির হাট এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ জানায়, ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রাইভেটকার যোগে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসছে- এমন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন বটতলী শাহ্ মোহসেন আওলিয়া মাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে র‍্যাব। এসময় তাদেরকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, চান মিয়া সওদাগর ও মো. ইসকেন্দর হোসেন বাপ্পী চিহ্নিত মাদককারবারী। তাদের কাছ থেকে ৬৪ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। তাদেরকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!